History of the College
১. নামঃ সরকারি গৌরনদী কলেজ গৌরনদী।
২. সংক্ষিপ্ত বর্ননাঃ সরকারি গৌরনদী কলেজটি বরিশাল - ঢাকা মহাসড়কের পাশে ১৫ একর জায়গা জুড়ে অবস্থিত। গৌরনদী সদর উপজেলার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান এটি। এখানে বাংলা, হিসাব-বিজ্ঞান,মৃত্তিকা বিজ্ঞান ও উদ্ভিদ বিদ্যা এ ০৪ টি বিষয়ে স্নাতক সম্মান র্কোস চালু আছে। উচ্চ মাধ্যামিক, ডিগ্রী পাস এবং স্নাতক সম্মান র্কোসে বিজ্ঞান , মানবিক/কলা,ব্যবসায় শিক্ষা শাখায় ১৮ টি বিষয় পাঠ দান করা হয়।
৩.প্রতিষ্ঠা কালঃ কলেজটি ১৯৬৪ সালে স্থাপিত এবং ১৯৮৪ সালে জাতীয়কৃত।
৪.ইতিহাসঃ উত্তর বরিশালের কতিপয় শিক্ষানুরাগীর আন্তরিক প্রচেষ্টা এবং মহান ত্যাগের নিদর্শন-বর্তমান সরকারি গৌরনদী কলেজে। যাদের মধ্যে ক্যাপ্টেন হরলাল গাঙ্গুলী (সাবেক পোস্টমাস্টার জেনারেল), বিচারপতি আবদুল জব্বার খান (সাবেক স্পিকার, পাকিস্তান জাতীয় পরিষদ) প্রফেসর জি.এম.হালিম, অধ্যক্ষ মো: তমিজউদ্দিন (প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ), জনাব গোলাম মালেক মৃধার নাম বিশেষভাবে উল্লেখ যোগ্য। ১৯৬৪ সনের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন র্পূব পাকিস্তানের গভর্নর কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন । ১৯৬৪ সনের জুলাই মাস থেকে ১৯৬৫ সনের সেপ্টেম্বর মাস পর্যন্ত গৌরনদী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ কলেজের অফিস কক্ষ হিসেবে ব্যবহিত হয়। ক্লাস শুরু হয় চাঁদশী ইউনিয়ন পরিষদের কমিউনিটি ভবন (গৌরনদী বন্দর) এবং গৌরনদী প্রাইমারী স্কুলের একটি কক্ষ। ১৯৬৫-১৯৬৬ সালে গাঙ্গুলী বাড়ীর দীঘির পাড়ে বর্তমান ক্যাপ্টেন হরলাল গাঙ্গুলী ছাত্রাবাস ভবনে স্থানান্তরিত হয়ে ক্লাস শুরু হয়। ১৯৬৫ সালে কলেজটি বোর্ডের স্বীকৃতি লাভ করে । গৌরনদী কলেজ থেকে প্রথম ব্যাচ ১৯৬৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে এবং ১৯৬৬-১৯৬৭ শিক্ষা বর্ষে বি এ .ও বি কম ক্লাসে ছাত্র-ছাত্রী ভর্তি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ কর। ১৯৬৫-৬৬ শিক্ষা সফর শেষ হবার পূর্বেই কলেজের বর্তমান জায়গায় ঘর বাড়ি উঠতে শুরু করে। ১৯৬৬-৬৭ সনে এখানকার লম্বা টিনের ঘরে কলেজের কাজ চলতে থাকে। একই অর্থ বছরে সরকারি উন্নয়ন খাতে থাকে সাড়ে তিন লাখ টাকা অনুদান লাভ করে এবং কলেজ কতৃপক্ষ নিজেরা ইট তৈরী করে ১৯৬৮ সালে পাকা ভবন তৈরী শুরু করে যার ভিত্তি স্থাপন করেন তৎকালীন ডেপুটি কমিশনার এ.টি.এম শামসুল হক। ১৯৬৮ সালের সনের উ.মা পরীক্ষায় যশোর র্বোডে ২য় স্থান লাভ করায় কলেজের সম্মান বেড়ে যায়, কলেজ এগিয়ে যায় সাফল্যের সিড়ি বেয়ে। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাসে কলেজের ২০ বছর র্পূতি উৎসব হয় এবং ঐ বছর ১৬ জুলাই গৌরনদী কলেজ মাঠে জন সভায় তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি লে.জে. এইচ.এম এরশাদ কলেজটি কে সরকারি ঘোষণা দেন। যার ফলে ০১-১১-১৯৮৪ সাল থেকে কলেজটি সরকারি গেজেট ভূক্ত হয়। ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষ জাতীয় সংসদের সাবেক চীফ হুইফ জনাব আবুল হাসানাত আবদুল্লাহ্ র অনুপ্রেরনায় কলেজে ০৪ টি বিষয়ে অর্নাস র্কোস চালু হয়।